Home ক্যাম্পাস সোমবার থেকে সমস্ত স্কুল কলেজ বন্ধ হচ্ছে

সোমবার থেকে সমস্ত স্কুল কলেজ বন্ধ হচ্ছে

কলকাতা, ১৪ মার্চ: এবার এই রাজ্যেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত। করোনা আতঙ্কে ঠিক হয়েছে সোমবার থেকে রাজ্যের সমস্ত সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছুটি থাকবে। শনিবার এই ঘোষণা করল রাজ্য সরকার। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, ৩১ মার্চ পর্যন্ত স্কুল-মাদ্রাসা বন্ধ রাখা হবে।
এই সময় উচ্চ মাধ্যমিক চলছে। পরীক্ষা যথারীতি চলবে। এনিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পরিস্থিতি দেখা হচ্ছে, আগামী ৩০ মার্চ বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিনও তিনি সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
করোনা এড়াতে কেন্দ্র ও রাজ্য সজাগ। প্রশাসনের তরফেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্যে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে সোমবার থেকে এই রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। উচ্চ মাধ্যমিক সূচি অনুযায়ী শেষ হলেও বাকি সমস্ত পরীক্ষা আপাতত বাতিল। প্রাথমিকভাবে ৩১ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হলেও পরিস্থিতি অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
এখন পর্যন্ত বিশ্বের ১২৩টি দেশ করোনা ছড়িয়েছে। নতুন করে বেড়ে চলেছে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। যদিও চিনের ইউহানে পরিস্থিতির কিছুটা উন্নতি। অন্য দেশে বেশি ছড়িয়েছে। ভারতেও আক্রান্ত ৮৫ জন। দুই জনের মৃত্যু হয়েছে। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। শপিং মল, সিনেমা হল, রেস্তরাঁ খোলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার স্কুলে নিষেধাজ্ঞা। এতে মনে করা হচ্ছে কম ছড়াবে।