এইচ.এন.ডেস্ক, ৩১ মে: একটানা প্রায় আড়াই মাস লকডাউন থাকার পর আজ শেষ হচ্ছে চতুর্থ দফা লকডাউন । আগামীকাল থেকে শুরু হবে পঞ্চম দফার লকডাউন । এই লকডাউন চলবে ৩০ জুন পর্যন্ত । তবে এই লকডাউন কনটেনমেন্ট জোনে । এছাড়া সর্বত্র রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ থাকবে । ওই সময় অত্যন্ত বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বের হতে পারবে না । বাকি স্থানে ধাপে ধাপে লকডাউন শিথিল করা হবে । এব্যাপারে কেন্দ্রীয় সরকার বিশেষ গাইডলাইন দিয়েছে ।
আগামী ৩০ জুনের মধ্যে ধাপে ধাপে লকডাউন তুলে নেওয়া হবে । রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে । প্রথম ধাপ শুরু হবে ৮ জুন থেকে । এই ধাপে খুলে দেওয়া হবে ধর্মীয় স্থান, হোটেল, রেস্টুরেন্ট ও শপিং মল । দ্বিতীয় ধাপে স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিকল্পনা রয়েছে । তৃতীয় ধাপে গোটা দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে বিমান, মেট্রো, রেল, সিনেমা হল, থিয়েটার, জিম, সুইমিংপুল ইত্যাদি খোলার কথা ভাবছে । তবে কনটেনমেন্ট জোনে লকডাউন কড়াকড়ি থাকবে ।