Home রাজ্য সোমবার থেকে গ্রীন জোনে লকডাউন কিছুটা শিথিল হবে

সোমবার থেকে গ্রীন জোনে লকডাউন কিছুটা শিথিল হবে

এইচ.এন.ডেস্ক, ৩০ এপ্রিল: করোনা ভাইরাসের প্রকোপ থেমে নেই। ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিকে লকডাউনের জেরে থমকে গিয়েছে স্বাভাবিক জনজীবন। লকডাউনে সর্বস্তরের মানুষ সমস্যায় পড়লেও চরম দুর্দশার মধ্যে কাটাচ্ছে দিনে আনা – দিনে খাওয়া পরিবারগুলি। কিছুটা স্বস্তির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করা হবে। তবে সেটা গ্রীন জোনের ক্ষেত্রে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গ্রীন জোনে ছাড় পাবে স্টেশনারি, বই, মোবাইল ও ব্যাটারি চার্জিং, ইলেকট্রনিক্স দ্রব্য, হার্ডওয়ার, লন্ড্রী, কিছু ছোট কারখানা, চা ও পানের দোকান। তবে চা ও পানের দোকানে আড্ডা দেওয়া যাবে না।
শপিং মল, মার্কেট কমপ্লেক্স, হকার্স কর্নার, ফুটপাতের দোকান ও সেলুন খোলা যাবে না। শুক্রবার এ ব্যাপারে বিস্তারিত বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।
জেনে নেওয়া যাক এ রাজ্যের কোন জায়গা রেড জোন, অরেঞ্জ জোন ও গ্রিন জোন..
১/রেড জোন – কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, ও পূর্ব মেদিনীপুর।
২/ অরেঞ্জ জোন – দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান। বাকি জেলাগুলি গ্রীন জোন।