বিধাননগর, ১৪ এপ্রিল: আজ ছিল গুনগুনের এগারো তম জন্মদিন সেইসঙ্গে ওর বাবা-মায়ের উনিশতম বিবাহ বার্ষিকী। যাদের কথা বলছি গুনগুন অর্থাৎ মৌরলিনা বিশ্বাস এবং বাবা-মা নিরঞ্জন বিশ্বাস ও লিলি বিশ্বাসের কথা। গুনগুন জানায়, আমার জীবনের সেরা জন্মদিন আজকে পালন করল আমার বাবা-মা। ওর বাবা নিরঞ্জন বিশ্বাস বলেন, জন্মদিন বিবাহ বার্ষিকী লকডাউনের সময়। এসময় একে অপরকে এইভাবে আমরা অনুষ্ঠান না করে সাহায্য করতে পেরে ভালো লাগছে।
এদিন ঘোষপুকুর তথা কমলা বাগান চা বাগানের প্রায় ৫০০ পরিবারকে চাল ডাল সবজি এবং নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দিলেন নিজের মেয়ের হাত দিয়ে। নতমস্তকে গুনগুন তা সবার হাতে দিল। সমাজসেবী তথা পুলিশ বাপন দাস বলেন, সত্যিই সেরা জন্মদিন এবং বিবাহ বার্ষিকী পালন করলেন নিরঞ্জন বিশ্বাস। তার এমন এগিয়ে আসা দেখে সবাই শিখুক অনুষ্ঠানের পরিবর্তে কি করে অসহায় মানুষদের মুখে হাসি ফোটানো যায়। এই মহতী কাজে উপস্থিত ছিলেন সমাজসেবী কারলুস লাকরা ধিরু রায় এবং রামকৃষ্ণ মজুমদার।