সেগুন কাঠের বাতা পাচারের ঘটনায় গ্রেফতার পাঞ্জাবের দুই বাসিন্দা

রাজগঞ্জ, ৩ ডিসেম্বরঃ দুই ট্রাক সেগুন কাঠ উদ্ধারের পর উদ্ধার হল দুই ট্রাক সেগুন কাঠের বাতা ( বিট ) । মঙ্গলবার ভোরে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক থেকে কাঠের বাতা বোঝাই দুটি ট্রাক আটক করে বৈকুন্ঠপুর বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স । গ্রেফতার করা হয়েছে দুই জনকে । ধৃতরা হল যশপাল সিং ( ৬১ ) ও সুনীল কুমার ( ৪২ ) । তাঁদের বাড়ি পাঞ্জাবে। যশপাল সিং প্রাক্তন সেনা জওয়ান বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে দুই ট্রাক সেগুন কাঠ উদ্ধার হয় । কাঠগুলি অসম থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল । এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে সেগুন কাঠের বাতা পাচারের কথা জানতে পারে বনাধিকারিকরা । সেই মতো এদিন শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে ওঁত পেতে থাকেন বনকর্মীরা । ওই সড়কে ফাটাপুকুর এলাকা থেকে সেগুন কাঠের বাতা বোঝাই দুটি ট্রাক আটক করা হয় । উদ্ধার হওয়া কাঠের বাতার মূল্য প্রায় এক কোটি টাকা । ওই বাতাগুলি গৌহাটি থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল । বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে ।