Home রাজ্য উত্তরবঙ্গ সুস্থ সমাজ গড়ার বার্তা দিতে ভোটে দাঁড়াবেন ৬৫ বছরের কৃষক

সুস্থ সমাজ গড়ার বার্তা দিতে ভোটে দাঁড়াবেন ৬৫ বছরের কৃষক

রাজগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি: সাত বার বিধানসভা নির্বাচনে হেরে গেলেও এবারও জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোটে দাঁড়াতে ইচ্ছুক হরেন্দ্র নাথ রায় । রাজগঞ্জের ধারাগছ গ্রামের ৬৫ বছরের কৃষক হরেন বাবু ভোটে জিততে না পারলেও ভোটে দাঁড়িয়ে দলের আদর্শ ও নীতি মানুষের কাছে তুলে ধরতে চান। সুস্থ ও শোষণমুক্ত সমাজ গড়ে তোলার বার্তা দিতে চান আমরা বাঙালির একনিষ্ঠ কর্মী হরেন্দ্র নাথ রায়।
তিনি ছাত্রজীবন থেকে আমরা বাঙালির আদর্শে অনুপ্রাণিত। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্যের শাসক দল অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে। বেকারদের কর্মসংস্থান হবে। মানুষকে এরকম অনেক প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় এলেও কথা রাখিনি । বেকারত্ব বেড়েই চলেছে । কৃষি ভিত্তিক শিল্প তৈরি না হওয়ায় কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না । অনেক নেতা ও মন্ত্রী ব্যক্তি স্বার্থে দল বদল করছে । সুস্থ্য ও শোষণমুক্ত সমাজ গড়ার ব্যাপারে কারও উদ্যোগ নেই । তিনি বলেন, আমি জেতার আশা নিয়ে ভোটে দাঁড়াই না । ভোটে দাঁড়িয়ে মানুষের কাছে গিয়ে আমাদের আদর্শ ও নীতিগুলি জানাই । সুস্থ সমাজ, শোষণ মুক্ত সমাজ গড়ে তুলতে হলে আদর্শবান মানুষের দরকার । কিন্তু রাজনীতিতে তেমন আদর্শবান নেতার বড়ই অভাব। তাই ভাল মানুষকে ভোটে জয়ী করে বিধানসভায় পাঠানোর বার্তা দিতে চাই । তিনি আরও বলেন,  চাওয়া-পাওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীকে ভোট দিচ্ছেন । তবে আদর্শবান প্রার্থীকে জয়ী করুন । এতে সুস্থ্য সমাজ গড়ে উঠবে ।