সুস্থ পরিবেশের স্বার্থে মদের ঠেক গুঁড়িয়ে দিলেন মহিলারা

মালদা, ৩ আগস্ট: ক্রমশ বেড়েই চলছে অবৈধ মদের
কারবার এবং মাতালদের উৎপাত। ফলে এলাকার পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি অনেকের সংসারে লেগেই থাকছে অশান্তি। প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও কাজ হচ্ছে না বলে অভিযোগ।অগত্যা মদের ঠেক গুঁড়িয়ে দিলেন প্রমিলা বাহিনী। মালদার কালিয়াচকের জালুয়া বাধান গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকার ঘটনা।
এলাকার মহিলাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এলাকায় রমরমিয়ে চলছে মদের ঠেক। দিনরাত বহিরাগতদের আড্ডা হচ্ছে। গ্রামের পরিবেশ খারাপ হচ্ছে। এলাকার ছোট্ট ছোট বাচ্চাদের ভাবমূর্তি নষ্ট হছে। মদ্যপ অবস্থায় মহিলাদের কটুক্তি করা হচ্ছে।গ্রামের মহিলাদের ঘর থেকে বেরোনো মুস্কিল হয়ে পড়েছে। প্রশাসনের বিভিন্ন জায়গায় আভিযোগ জানিয়ে কোনও কাজ হচ্ছে না বলে অভিযোগ।
এদিন গ্রামের প্রায় শতাধিক মহিলা একজোট হয়ে লাঠি,রড, হাতুড়ি দিয়ে গোটা মদের ঠেক ভেঙে গুঁড়িয়ে দেন। প্রমিলা বাহিনী দাপট দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মদ বিক্রেতা এবং ক্রেতারা।
জালুয়া বাধান গ্রাম পঞ্চায়েতের প্রধান হীরামতি মন্ডল বলেন, মদের ঠেক বসানো নিয়ে আপত্তি ছিল। বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছি। গ্রামের মহিলারা সঠিক কাজ করেছেন।