সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের

এইচ.এন.ডেস্ক, ২১ জুন: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় ফিল্মি দুনিয়ার অনেকের দিকেই আঙুল উঠেছে। যদিও সবই তদন্ত সাপেক্ষ। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ইতিমধ্যে পুলিশ তাকে ৯ ঘণ্টা জেরা করেছে। অন্যদিকে তার বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে মামলাও দায়ের হল।
সূত্রের খবর, জেরায় রিয়া তদন্তকারীদের জানিয়েছেন, সুশান্তের সঙ্গে লকডাউনে একসঙ্গে থাকতে শুরু করলেও শেষে দুই জনের মধ্যে ঝগড়া হওয়ায় সে সুশান্তর কাছ থেকে চলে যায়। ঝগড়া হলেও দুজনের মধ্যে কথা একেবারে বন্ধ হয়ে হয়নি। ফোন, মেসেজ এমনকী ভিডিও কল হত।
সেই রিয়ার বিরুদ্ধে সুশান্তের ভক্ত কুন্দন কুমার নামে বিহারের এক ব্যক্তি মুজাফফরপুর আদালতে মামলা দায়ের করেছেন। প্রধান বিচারপতির কাছে পিটিশন দাখিল করে ওই ব্যক্তি জানিয়েছেন, প্রাণোচ্ছ্বল অভিনেতা হঠাৎ আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারেন না। নিশ্চয় এর মধ্যে ষড়যন্ত্র রয়েছে।
অন্যদিকে, সুশান্তকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলে ওই আদালতেই সলমান খান, করণ জোহর, সঞ্জয় লীলা বনশালী এবং একতা কাপুরের বিরুদ্ধ মামলা দায়ের হয়েছে। এছাড়া ফিল্মি দুনিয়ার সঙ্গে যুক্ত এমন ১৩ জনের বয়ান রেকর্ড করেছে পুলিশ।