সুপারি লুঠের ঘটনায় গ্রেপ্তার হল চার জন

জলপাইগুড়ি, ৩ মার্চ: সুপারি লুঠের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এই ঘটনায়
আগেও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার গভীর রাতে জলপাইগুড়ি সদর ব্লকের মালকানি এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল মিন্টু রায় এবং অমর রায়। এছাড়া চুরি যাওয়া প্রায় ৪০ লক্ষ টাকার সুপারি উদ্ধার হয়েছে ওই এলাকার তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যর গোডাউন থেকে।
জানা গিয়েছে, সম্প্রতি অসম থেকে একটি ট্রাকে সুপারি উত্তরপ্রদেশে যাচ্ছিল। মাদারিহাট এলাকায় ট্রাকের চালক রাস্তার পাশে একটি হোটেলে গেলে সেই সময় খালাসি সুপারি বোঝাই ট্রাকটিকে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ট্রাকের চালকের অভিযোগের ভিত্তিতে মোট ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই বিষয়ে জেলা পুলিশ সুপার অভিষেক মোদি জানান, ধৃত ২জনকেই আলিপুরদুয়ার জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। ধৃতদের আলিপুরদুয়ার পুলিশ হতে তুলে দিয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।