Home রাজ্য উত্তরবঙ্গ সীমান্ত এলাকা থেকে দুই চোরাচালানকারী গ্রেপ্তার

সীমান্ত এলাকা থেকে দুই চোরাচালানকারী গ্রেপ্তার

মালদা, ৯ আগস্ট: ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে দুই চোরাচালানকারীকে আটক করে মালদার হবিবপুর থানার অন্তর্গত পান্নাপুর ক্যাম্পের ১৫৯ ব্যাটালিয়ানের বিএসএফ। তাদের দুই জনের নাম -হীরা মোহন বিশ্বাস (২২), বিশাল মন্ডল (১৮)। দুই জনের বাড়ি হবিবপুর থানার ডাল্লা এলাকায়। তাদেরকে হবিবপুর থানার হাতে তুলে দেওয়া হয়।
বিএসএফ সূত্রে জানা গেছে, রবিবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তে পান্নাপুূর ক্যাম্প এলাকায় দুই ভারতীয় চোরাচালানকারীরা একটি স্কুটি নিয়ে সীমান্তের কাঁটাতারের বেড়ার আশেপাশে ঘোরাঘুরি করতে দেখতে পার কর্তব্যরত বিএসএফ জাওয়ানরা।সন্দেহ হওয়ায় ওই দুই যুবকের স্কুটি তল্লাশি চালানোর সময় তাদের কাছ থেকে ২কেজি গাঁজা, ১টি স্কুটি, ২টি মোবাইল ফোন, ৪টি ভারতীয় সিম, এবং ১টি মেমোরি কার্ড। বিএসএফের সুত্রে জানাগিয়েছে এই এই দুই যুবকদের সাথে আর কেউ জরিত আছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করা হছে।