Home রাজ্য উত্তরবঙ্গ সিসিটিভি ফুটেজ দেখে দোকানদারই ধরল চোর

সিসিটিভি ফুটেজ দেখে দোকানদারই ধরল চোর

শিলিগুড়ি, ২৭ ফেব্রুয়ারি: সিসিটিভি ফুটেজে দেখে চোর ধরলেন দোকানদার। ঘটনাটি শিলিগুড়িতে এন জেপি থানার সামনে। ওই এলাকায় দীর্ঘদিন ধরে এনজিপি রেল হসপিটালের সামনে একটি মুদির দোকানে চুরি ঘটনা ঘটত। দিনের বেলায় বার বার চুরি নিয়ে ধন্দে ছিলেন দোকানদার। বুধবার বিকেল ৫ টায় আবার চুরি করতে এসে। দোকানদারের অলক্ষ্যে দোকানে ঢুকে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ভেতরে গিয়ে এদিক সেদিক তাকিয়ে সবকিছু দেখে নেয়। এরপর ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। দোকানদার সিসিটিভি ফুটেজ দেখে চিনে ফেলে। এরপর সেখান থেকে ধরে ফেলে। ধরতে গেলে দোকানদারকে আঘাত দিয়ে পালাতে চেষ্টা করে। তাতে জখম হোম দোকানদার। তবে এদিন একইভাবে চুরি করতে গিয়ে ধরা ধরা পড়ল ওই যুবক। অন্য দোকানদার এসে ওই দুষ্কৃতীকে বেঁধে রাখে। এরপর খবর দেয় নিউ জলপাইগুড়ি থানায়। এনজেপি থানার পুলিশ এসে অভিযুক্তকে নিয়ে যায়। এই ঘটনায় অভিযুক্তর সাজা দাবি করা হয়। দোকানদাররা বলেন, এই যুবকের বাড়ি সম্ভবত এনজেপির মাইকেল কলোনিতে। পুলিশ তদন্ত শুরু করেছে।