সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১১ জনের মৃত্যু

বাংলাদেশ, ৭ জুন: বাংলাদেশের সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়েছে। অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। একটি বালুবাহী ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয়। বুধবার সকাল সাড়ে ৫ টা নাগাদ সিলেট – ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকার কুতুবপুরে দুর্ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মনিরুজ্জামান ১১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন। হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ওই মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিলেট মহানগর থেকে পিকআপে করে প্রায় ৩০ জন পুরুষ ও মহিলা নির্মাণ শ্রমিক গোয়ালাবাজারের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে, মুনশীগঞ্জ থেকে আসা সিলেটগামী বালুবাহী ট্রাকের সঙ্গে কুতুবপুর এলাকায় ওই পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জন মারা যায়। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার পুলিশ এবং সিলেট ও ওসমানীনগরের ফায়ার সার্ভিস স্টেশনের একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠিয়ে দেয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ শামসুদ্দোহা জানিয়েছেন, একটি বড় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। মৃতরা সবাই নির্মাণশ্রমিক বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।