Home রাজ্য সিভিক ভলান্টিয়াররা আর আগের মতো কাজ করতে পারবেনা

সিভিক ভলান্টিয়াররা আর আগের মতো কাজ করতে পারবেনা

এইচ. এন. ডেস্ক: ২৫ মার্চ: ডিউটি অবস্থায় সিভিক ভলান্টিয়াররা কি কাজ করতে পারবে এবং কি কাজ করতে পারবেনা তা জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। শুক্রবার এব্যাপারে সিভিক ভলান্টিয়ারদের জন্য নতুন নির্দেশিকা জারি করেন রাজ্য পুলিশের ডিরেক্টরেট। সিভিক ভলান্টিয়ারদের কী কাজ করতে হবে, তা নির্দিষ্ট করে দেওয়া হয়।
সিভিক ভলান্টিয়ারদের নিয়ে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে। তাই সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নতুন নির্দেশিকা জারি করা হয়। কয়েক দিন আগে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নির্দেশিকা তৈরি করতে রাজ্য পুলিশের আইজিকে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী ২৯ মার্চের মধ্যে নির্দেশিকা তৈরি করে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মেনেই সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নতুন নির্দেশিকা তৈরি করা হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, ভলান্টিয়াররা কোনও আইন প্রয়োগ করতে পারবেন না। ট্রাফিক নিয়ন্ত্রণ, পুজো ও উৎসবের সময় ভিড় সামলাবে। বেআইনি পার্কিং রুখতে এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সাহায্য করবে।