Home রাজ্য উত্তরবঙ্গ সামাজিক দূরত্ব উপেক্ষা করে ব্যাপক ভিড় বেলাকোবা কিষান মান্ডিতে

সামাজিক দূরত্ব উপেক্ষা করে ব্যাপক ভিড় বেলাকোবা কিষান মান্ডিতে

রাজগঞ্জ, ১৫ এপ্রিল: বেলাকোবা কিষান মান্ডিতে ব্যাপক ভিড় হওয়ায় সবজি কেনাবেচার একটা অংশ সরিয়ে নেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। ক্রেতা বিক্রেতাদের মধ্যে সচেতনতা বড়ই অভাব। বুধবার ভিড়ের সেই ধারাবাহিকতা বজায় রইল। সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ব্যাপক ভিড় হয় বাজারে।

বেলাকোবা কিষান মান্ডিতে বুধ ও শনিবার সকালে কাঁচা সবজির পাইকারি বাজার বসে। ওই পণ্য কেনাবেচার জন্য প্রায় ১০ হাজার মানুষের ভিড় হয়। গত ১১ এপ্রিল ভিড়ের ঘটনা শুনে কিষান মান্ডিতে এসেছিলেন জেলাশাসক অভিষেক তেওয়ারি, মহকুমা শাসক রঞ্জন কুমার দাস, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, বিডিও এন সি শেরপা ও বেলাকোবা ফাঁড়ির পুলিশ। পরিস্থিতি বিবেচনা করে বাজারের কিছু পণ্য অন্যত্র সরিয়ে নেওয়ার পাশাপাশি সপ্তাহে চার দিন বুধ, বৃহস্পতি, শনি ও রবিবার পাইকারি বাজার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমতো এলাকায় মাইকিং করা হয়। তারপরও চার দিন পাইকারি বাজার না বসে আগের মতই বুধ ও শনিবার বসছে। সেইসঙ্গে লকডাউনের সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এতে মানুষ যে অসচেতন সেই চিত্র ফুটে ওঠে। প্রশ্ন উঠেছে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও।