Home রাজ্য উত্তরবঙ্গ সামাজিক দূরত্ব উপেক্ষা করে রেশন থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ

সামাজিক দূরত্ব উপেক্ষা করে রেশন থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ

রাজগঞ্জ, ১ মে: করোনা প্রকোপের নিরিখে জলপাইগুড়ি জেলা অরেঞ্জ জোন। তা সত্ত্বেও লকডাউনের মাঝে সামাজিক দূরত্ব বজায় না রেখে রেশন থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করছেন উপভোক্তারা। রাজগঞ্জের বেলাকোবা বাজারের র‍্যাশন ডিলারে ব্যাপক ভিড় উপভোক্তাদের।

আজ থেকে শুরু হয়েছে রেশন থেকে দ্বিতীয় মাসের খাদ্য সামগ্রী বিতরণ। গত মাসে যে পরিমাণ চাল দেওয়া হয়েছিল এ মাসে তার থেকে পাঁচ কেজি চাল অতিরিক্ত দেওয়া হচ্ছে। ওই খাদ্য সামগ্রী সংগ্রহ করতে সকাল থেকে উপভোক্তাদের লম্বা লাইন। কিন্তু মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব। গা ঘেষাঘেষি করে লাইনে দাঁড়িয়ে উপভোক্তারা রেশন থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করছেন। নেই অনেকের মুখে মাস্ক। এই ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।