সাবধান, রাস্তায় বের হলেই ধরবে পুলিশে

শিলিগুড়ি, ১৮ এপ্রিল: করা নজরদারি শুরু হয়েছে পুলিশের। অকারণে রাস্তায় বের হলেই রেহাই নেই। অতিপ্রয়োজন প্রমান করতে না পারলে পুলিশে জালে আটকে যাবেন। তাই পুলিশের পরামর্শ বাড়িতে থাকুন। অতিপ্রয়োজনে শুধু একাই বের হন। সঙ্গে তার যথেষ্ট প্রমান নিয়ে। ইতিমধ্যে এনজেপি, শিলিগুড়ির প্রধাননগর থানা, ভক্তিনগর থানা, বাগডোগরা থানা, ফাঁসিদেওয়া থানা কয়েকশত গ্রেপ্তার করেছে। মাস্ক ছাড়া ও অপ্রয়োজনে রাস্তায় বের হয়ে গ্রেপ্তার তারা। গ্রেপ্তার
কেন্দ্রের থেকে আগেই শিলিগুড়ি যে লকডাউন মানছে না তা বলা হয়েছিল। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী করা বার্তা দিয়ে দিয়েছেন পুলিশ প্রশাসনকে। তাতেই শুরু শিলিগুড়ি শহরে পুলিশের অ্যাকশন।
দুইদিন ধরে চললেও আজ থেকে অকারনে পথে নামলে সাবধান।
খুব জরুরী কাজ ছাড়া বাড়ির বাইরে বের হবেন না।
শিলিগুড়ি ও আশেপাশে ও শহরের অলিগলিতে সকাল থেকে অভিযান শুরু হয়ে গেছে পুলিশের।
শহর ও শহরতলীর প্রধান সড়কে কড়া তল্লাশি।
অকারনে পথে বেরোলেই পাকড়াও।
তাই জরুরী কাজে বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। আজ থেকে আর কোনো অজুহাত মানবেনা পুলিশ।
রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া বার্তা শিলিগুড়িতে ১০০% লকডাউন করতে হবে। জরুরী কাজ ছাড়া পথে কেউ থাকলেই গ্রেপ্তার করছে পুলিশ।
আজ সকাল থেকে সতর্ক থাকুন।
পুলিশ প্রশাসনের তরফে দেওয়া অনুমতি পত্র ছাড়া পথে যানবাহন বের করবেন না।
কেবলমাত্র জরুরী পরিষেবার সাথে যুক্ত ব্যক্তিরাই পাবেন ছাড়।
পুলিশের নাকা তল্লাশির সময় হাসপাতাল বা নার্সিংহোমে যাবার ক্ষেত্রে দেখাতে হবে উপযুক্ত প্রমাণ পত্র।
নির্দিষ্ট সময়ে খোলা রাখতে হবে দোকান।
পাড়ার মুদিখানার দোকান থেকে শুরু করে মিষ্টির দোকান মানতে হবে সরকারি নির্দেশ।
জরুরী পরিষেবার সাথে যুক্ত ব্যক্তিরা তাদের যানবাহনের অনুমতি পত্রের জন্য যোগাযোগ করুন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাথে।
এমন অভিযান অন্য জেলাতেও আজ থেকে কমবেশি শুরু হবে। তাই ফের পুলিশের বার্তা, সতর্ক হোন, ঘরে থাকুন।