Home রাজ্য দক্ষিণবঙ্গ সাত সকালে বাড়িতেই এক যুবতী খুন

সাত সকালে বাড়িতেই এক যুবতী খুন

কলকাতা, ২০ জুন: কলকাতায় সাত সকালে বাড়িতে ঢুকে এক যুবতীকে গুলি করে পালালো এক যুবক। এক গুলিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই যুবতী। সকাল আটটা নাগাদ কলকাতার রিজেন্ট পার্ক এলাকার ঘটনা। মৃতের নাম প্রিয়াঙ্কা পুরকাইত (২০)। ঘটনায় বাকরুদ্ধ পরিবারের সদস্যরা। অভিযুক্ত যুবকের খোঁজে নেমেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।

জানা গিয়েছে, এদিন সকালে তখনও যে যার ঘরে ঘুমোচ্ছিলেন পরিবারের সদস্যরা। পিসির পাশে শুয়ে ঘুমোচ্ছিল প্রিয়াঙ্কা। আচমকাই এক যুবক ঘরে ঢুকে গুলি করে দৌঁড়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় প্রিয়াঙ্কাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

সূত্রের খবর, রিজেন্ট পার্ক থানা এলাকার পশ্চিম আনন্দপল্লির ওই যুবতীর সঙ্গে এলাকারই বিবাহিত যুবক জয়ন্ত হালদারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ইদানীং সেই সম্পর্কের অবনতি হয়। তাই খুনের ঘটনার পিছনে জয়ন্তরই হাত রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন পুলিশ ও আত্মীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।