Home Top News সাত দিনের জন্য বন্ধ হচ্ছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য

সাত দিনের জন্য বন্ধ হচ্ছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য

শিলিগুড়ি, ২৮ জুলাই: কাল থেকে আবার বন্ধ হচ্ছে স্থলবন্দর। লকডাউনে বন্ধ ছিল বন্দর। এরপর আনলকে খুলে দেওয়া হয় বাংলাদেশের সঙ্গে কয়েকটি স্থল বন্দর। তেমনি ফুলবাড়ি-বাংলাবান্ধা স্থলবন্দর কিছুদিন বাণিজ্য চললেও এবার বাংলাদেশের সঙ্গে ৭ দিনের জন্য বাণিজ্য বন্ধ হচ্ছে। একইসঙ্গে চ্যাংড়াবাধা-বুড়িমারিও বন্ধ হচ্ছে বলে জানাগেছে।
ফুলবাড়ি দিয়ে রাজ্যের একমাত্র চার দেশীয় বাণিজ্য চলে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের উত্তরের এই স্থলবন্দরে টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সীমান্তের আমদানি রপ্তানি অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, বাংলাদেশ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই ৭ দিন বন্দর বন্ধ থাকবে। 

বাংলাদেশের পঞ্চগড় জেলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান বাবলা বিষয়টি নিশ্চিত করেছেন। ঠিক হয়েছে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে কাল বুধবার ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত টানা সাত দিন বন্ধ থাকবে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। সবকিছু ঠিক থাকলে ৫ আগস্ট থেকে আগের মতো যথারীতি আমদানি-রপ্তানির ব্যবসায়িক কার্যক্রম চলবে। এই ছুটির সময়ে বন্দরের স্বাভাবিক কার্যক্রম সরকারি নিয়মানুযায়ী চলবে। 

এই বন্দর দিয়ে ভারত বাংলাদেশের পাশাপাশি নেপাল বাংলাদেশ ও ভুটান বাংলাদেশের মধ্যে বাণিজ্য চলে। সেই সঙ্গে রয়েছে যাত্রী পারাপারের জন্য অভিবাসন ব্যবস্থা। করোনার কারণে প্রায় ৪ মাস স্বাভাবিক যাত্রী পারাপার বন্ধ রয়েছে। বাণিজ্য বন্ধ ছিল বহুদিন। কিন্তু অর্থনৈতিক অবস্থার কারণে বন্দর খোলা হয়েছিল। ফের বন্ধ হচ্ছে। পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, কোরবানির ঈদ উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ীদের সাথে আলোচনা করে বাংলাবান্ধা স্থলবন্দর ৭ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ছবি- ফুলবাড়ি সীমান্ত গেট।- গিরিশ মজুমদার