Home Top News সাইকেল আরোহীকে পিষে দিল গাড়ি

সাইকেল আরোহীকে পিষে দিল গাড়ি

মালদা, ৫ মার্চ: গাজোলের দিকে সাইকেল নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। গাজোল ব্লকের আলমপুর স্ট্যান্ড থেকে কিছুটা উত্তরে একটি নার্সারির কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ওই সাইকেল আরোহীর। মালদার দিক থেকে সেই ব্যক্তির আসছিল।
নাম বা পরিচয় কিছুই জানা যায়নি। গাজোল থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে গাজোল হাসপাতালে নিয়ে গেছে। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই ব্যক্তি জাতীয় সড়ক দিয়ে সাইকেল নিয়ে যাওয়ার সময় কোনও গাড়ি তাকে ধাক্কা মারে এবং তার মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পাশাপাশি মৃত ব্যক্তির নাম পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
এদিকে এই দুর্ঘটনা নিয়ে ক্ষোভ রয়েছে এলাকায়। জাতীয় সড়কে অনিয়ন্ত্রিত গাড়ি চলাচল করে। ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে রয়েছে পথচারী ব্যবসায়ী এবং বাসিন্দাদের অভিযোগ। প্রতিদিনে প্রায় এখানে দুর্ঘটনা ঘটে। প্রাণ হারায়। শহরে ও আশেপাশেও দ্রুত গতিতে গাড়ি চালায় বলে অভিযোগ। তাতে প্রাণ হাতে চলাচল করতে হয় বাসিন্দাদের। স্কুল ছাত্র ছাত্রীদের বেশি সমস্যা হয়। তাই অনেকে রাস্তা পারাপারি হতে পারে না। এদিন সাইকেল নিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি। মনে করা হচ্ছে দ্রুতগতিতে আসা কোন গাড়ি পেছন থেকে ধাক্কা মেরে তাকে ফেলে দেয়। রাস্তায় পিষে দেওয়া হয় ওই ব্যক্তিকে। ঘটনায় তাজ্জব হয়ে যান এলাকাবাসী। যদিও গাড়ি পালিয়ে গেছে। বিষয়টি বুঝে ওঠার আগেই গাড়ি ঘটানোস্থল থেকে উধাও হয়ে যায়। তাই পুলিশ তদন্তে সমস্যায় পড়ছে। সিসিটিভি ফুটেজ কিংবা অন্য কিছু রয়েছে কিনা তা দেখে তদন্ত করতে চাইছে পুলিশ।

00