Home রাজ্য উত্তরবঙ্গ সাংবাদিক নিগ্রহর ঘটনায় গ্রেপ্তার করা হল এক অভিযুক্তকে

সাংবাদিক নিগ্রহর ঘটনায় গ্রেপ্তার করা হল এক অভিযুক্তকে

শিলিগুড়ি, ২১ এপ্রিল: অবশেষে গ্রেপ্তার। সাংবাদিক নিগ্রহ করার ঘটনায় পারপেল না অভিযুক্তরা। পুলিশ অনবরত তল্লাশি চালিয়ে শেষে গ্রেপ্তার করে একজনকে। বাকি কয়েকজনের নাম পেয়েছে। ওই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ভক্তিনগর থানার পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে প্রণব পালকে। বাকিদেরও গ্রেপ্তার করা হবে বলে জানানো হয়েছে।
শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত ঘুগনি মোড় এলাকায় সাংবাদিক নিগ্রহের ঘটনায় এই গ্রেপ্তার। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ির এক সাংবাদিক ও চিত্র সাংবাদিককে মারধরের ঘটনা এবং ক্যামেরা ভাঙার ঘটনায় আরো বেশ কয়েকজন অভিযুক্তকে খোঁজা হচ্ছে। ওদিন ঘটনার পর থেকে ফেরার প্রত্যেক অভিযুক্ত। গতকাল গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃত প্রণব পালকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের পকড়াও করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তিনদিন আগে ভক্তিনগর থানার অন্তর্গত ঘুগনি মোড় এলাকায় লকডাউন ভেঙ্গে রাস্তায় আড্ডা মারছিল জনা ৬ যুবক। তাদের ছবি করতে গিয়ে আক্রান্ত হয় শিলিগুড়ির এক ওয়েব পোর্টালের এক সাংবাদিক ও চিত্র সাংবাদিক। এরপর ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ জানায় ওই সাংবাদিক এবং চিত্র সাংবাদিক। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে প্রণব পালকে।