সাংবাদিককে মারধরের প্রতিবাদে ফালাকাটায় সাংবাদিকদের মিছিল

আলিপুরদুয়ার, ২৭ ফেব্রুয়ারি: ফালাকাটার এক সুপারি ব্যবসায়ীকে মালদা থেকে পুলিশ এসে ধরে নিয়ে যাওয়ার খবর সংবাদপত্রে প্রকাশিত হওয়ায় ফালাকাটার এক সাংবাদিককে মারধর করে সুপারি ব্যবসায়ীরা। সাংবাদিকের নাম সুকমল ঘোষ। তিনি উত্তরবঙ্গের প্রথম সারির এক দৈনিক সংবাদপত্রের সংবাদদাতা। মঙ্গলবার তাকে ব্যবসায়ী সমিতির অফিসে ডেকে নিয়ে মারধর করা ছাড়াও ফালাকাটা থানার পুলিশের সামনেও হেনস্থা করা হয়। ওই ব্যবসায়ী সমিতির অফিস থানা থেকে মাত্র ৩০০ মিটার দূরে। এছাড়া পুলিশের সামনেই সাংবাদিককে হেনস্তা করে সুপারি ব্যবসায়ীরা। কিন্তু পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। গ্রেপ্তার করা হয়নি অভিযুক্তদের। গোটা ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার ফালাকাটায় প্রতিবাদ মিছিল করে সাংবাদিকরা। মিছিলে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার সাংবাদিকরা ছাড়াও শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। মিছিলটি দীর্ঘ পথ পরিক্রমা করে ফালাকাটা থানায় গিয়ে শেষ হয়। অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়া হলে সাংবাদিকদের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে অভিযুক্ত অধীর ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে অনড় সাংবাদিকরা।