Home Uncategorized সরকারি বিধি মেনেই ইদলফেতর পালনে সম্মতি

সরকারি বিধি মেনেই ইদলফেতর পালনে সম্মতি

রাজগঞ্জ, ২১ মে: আগামী ২৫ মে সরকারি নির্দেশিকা মেনে ইদলফেতর পালন করার ব্যাপারে রাজগঞ্জ ব্লকের ইমামদের নিয়ে বৈঠক করে প্রশাসন । সরকারি নির্দেশিকা মেনেই ইদলফেতর পালনের সম্মতি জানিয়েছেন ইমামরা ।
জানা গিয়েছে, করোনার জেরে যেহেতু লকডাউন চলছে । তাই সরকারি তরফে সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার চলার কথা বলা হয়েছে । ওইদিন ঈদগাহে জমায়েত না করে বাড়িতে নমাজ পড়ার উপর জোর দিতে বলা হয়েছে । এছাড়া সরকারি নির্দেশিকা মেনে হাতেগোনা কয়েকজন ঈদগাহে নমাজ পড়তে পারবেন । তবে প্রতি ক্ষেত্রেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে । এদিন বিস্তারিত আলোচনার পর ইমামরা সরকারি নির্দেশিকা মেনে চলার সম্মতি জানিয়েছেন ।