Home দেশ সরকারি নির্দেশ ভাঙছে অসচেতন মানুষেরা

সরকারি নির্দেশ ভাঙছে অসচেতন মানুষেরা

নিউজ ডেস্ক, ২৬ মার্চ: সরকারি নির্দেশিকা মানছে না অনেকেই। অথচ ভারতে আবার বাড়তে শুরু করেছে করোনা আক্রান্ত। দেশে করোনা–আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬। সরকারি হিসাবেই সারা দেশে  মোট আক্রান্ত এপর্যন্ত ৬৬৪জন। এপর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ৪২জন। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক এই ঘোষণা করেছে।
পশ্চিমবঙ্গে ১০ জন আক্রান্ত। মহারাষ্ট্রে আরেকজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হল চারজন। মোট আক্রান্ত ১২৪জন বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তারপরই কেরলে ১০৯জনের মধ্যে চারজন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সাংবাদিক সম্মেলন করে রাজ্যবাসীকে আশ্বস্ত করেন, তাঁরা কেউ যেন ঘর থেকে না বেরোন। রাজ্যের প্রতিটি ঘরে ঘরে সরকারের তরফে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া হবে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে মানুষের সচেতন করছেন। চলছে সরকারি প্রচার মাইকিং। ঘর থেকে বের না হওয়ার আবেদন করেছেন। অতি প্রয়োজন ছাড়া কেউ যেন ভিড়ভাট্টা না করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একই বার্তা দিয়ে চলছেন। সবার কাছে করোজোর করে আবেদন করছেন। করোনা ঠেকাতে ২১ দিনের ঘরে থাকার জন্য। কিন্তু কোথায় যেন কেউ মানছেন না। সরকারি নির্দেশ, স্বাস্থ্য দপ্তরের নির্দেশ না মানতে চোখে পড়ছে সর্বত্রই।