Home রাজ্য উত্তরবঙ্গ সরকারি ঘোষণা: ফোন করুন বিডিও অফিস কিংবা থানাতে

সরকারি ঘোষণা: ফোন করুন বিডিও অফিস কিংবা থানাতে

শিলিগুড়ি, ১ এপ্রিল: শুরু হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদান। রেশন কার্ডের মাধ্যমে এই খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। লকডাউনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে দায়িত্ব নিয়ে গরিব মানুষদের পাশে দাঁড়াতে এই কর্মসূচি নিয়েছেন।তাতে প্রায় সমস্ত শ্রেণীর গ্রাহকরাই পাচ্ছেন বিনামূল্যে রেশন। এক মাসের জন্য কার্ড প্রতি গড় হিসেবে ৫ কেজি করে চাল, গম ও আটা পাচ্ছেন। কিন্তু প্রথম দিনেই নানা জায়গা থেকে সরকারি নির্দেশ ভঙ্গের অভিযোগ আসতে থাকে। রাজ্য সরকারের এই কর্মসূচি ভঙ্গের অভিযোগ ওঠে রেশন দোকান ও ডিলারের বিরুদ্ধে।
নানা অজুহাতে ভুল বুঝিয়ে কোথায় আবার মিথ্যা কথা বলে খাদ্যসামগ্রী কম দেওয়া হচ্ছিল। কোথায় রীতিমত ঠকানো হচ্ছিল গ্রাহকদের। রাজ্য সরকার পরিষ্কার বার্তা দিয়েছে এমন অভিযোগ পেলেই সরকার ব্যবস্থা নেবে। সেই মধ্যে শুরু হয়ে যায় ব্যবস্থা নেওয়া। রীতিমত প্রশাসন কড়া ব্যবস্থা নিতে শুরু করে। রাজগঞ্জের বিডিও নরবু শেরপা কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। জেলাশাসককে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। নানা জায়গা থেকে অভিযোগ উঠেছে। শিলিগুড়ি কামরাঙ্গগুড়ি, ফুলবাড়ি হাট, পাগলারহাট, সাহুডাঙ্গী, চটহাট থেকে অভিযোগ আসে। বিডিও পাগলার হাটের একটি রেশন দোকানে গিয়ে হাজির হন। তিনি স্বচক্ষে দেখেন কম দিচ্ছে সামগ্রী। দেখে নিজে মাইকে ঘোষণা করেন কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই রেশন ডিলারের বিরুদ্ধে ইতিমধ্যে তিনি কড়া ব্যবস্থা নিয়ে নেন। একইভাবে বিডিও জানান, ফুলবাড়িতে কার্ড প্রতি চাল, গম, আটা কম দেওয়ার কথা। এমন সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিডিও।রাজগঞ্জের পাগলার হাটে রেশন দোকানে খাদ্য সামগ্রী কম দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখান গ্রাহকরা। রেশন দোকানদারকে বাতিল করার দাবিতে সরব হন স্থানীয়রা। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পাগলাহাটের রেশন দোকানদার সুধীর কুমার রায় প্রত্যেক গ্রাহকদের প্রাপ্য খাদ্য সামগ্রী কম দিচ্ছিলেন। এই ঘটনায় গ্রাহকরা সরকার নির্ধারিত খাদ্য সামগ্রী দেওয়ার দাবির পাশাপাশি দোকানদারকে বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ এবং বিডিও। গ্রাহকরা বিডিও কে অভিযোগ জানানোর পাশাপাশি রেশন দোকানদারকে বাতিল করার দাবি জানান। বিডিও রেশন দোকানদারকে নির্দেশ দেন যেসব গ্রাহককে প্রাপ্য খাদ্য সামগ্রী কম দেওয়া হয়েছে, তাদেরকে ডেকে এনে সরকার নির্ধারিত রেশন বুঝিয়ে দিতে। এছাড়া এলাকার মানুষ রেশন দোকানদারকে বাতিলের দাবি লিখিতভাবে জানালে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান। অভিযোগ আসতে থাকে সহুডাঙ্গী রেশন দোকানে থেকেও। বিষয়টি পুলিশ স্বচক্ষে দেখেছে বলে জানা গেছে।প্রশাসন থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে এমন অভিযোগ এলেই যেন থানা, যে এলাকায় সেই এলাকার বিডিও কিংবা জেলা প্রশাসনকে জানানো হয়। ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পরিদর্শনে যাবেন তারা।