Home রাজ্য সরকারি কন্যাশ্রী দিবস অনুষ্ঠানে ডাক পেয়েছেন রাজগঞ্জের মেয়ে সনেকা রায়

সরকারি কন্যাশ্রী দিবস অনুষ্ঠানে ডাক পেয়েছেন রাজগঞ্জের মেয়ে সনেকা রায়

রাজগঞ্জ, ১২ আগস্ট: আগামী ১৪ আগস্ট কলকাতার নজরুল মঞ্চে কন্যাশ্রী দিবস উৎযাপনঅনুষ্ঠানে ডাক পেয়েছেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের কলেজ ছাত্রী সনেকা রায়। রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের চাউলহাটি এলাকার চেপাদুয়া গ্রামের সনেকা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। জলপাইগুড়ি জেলা থেকে একমাত্র সনেকাই ডাক পেয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। শুক্রবার জেলা শাসকের দপ্তর থেকে তাকে অবগত করার পাশাপাশি যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়। শনিবার সনেকা কলকাতার উদ্দেশ্যে ট্রেনে রওনা দেবেন। অভিভাবক হিসেবে সঙ্গে যাবেন তার দাদা বাপ্পা রায় ও প্রশাসনের একজন প্রতিনিধি । ওই অনুষ্ঠানে সনেকাকে সংবর্ধনা দেওয়া হবে।
সনেকা জলপাইগুড়ি পিডি ওমেন্স কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী । তার বাবা আমাসু রায় দিনমজুরের কাজ করেন। মা লীলাবতি রায় প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল রাঁধুনি l তার দুই দাদা কার্যত বেকার । প্রত্যন্ত গ্রামের মেয়ে সনেকা অভাবের সঙ্গে লড়াই করে পড়াশুনা চালিয়ে যাচ্ছেন । গতবছর রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা পেয়েছেন । সেই টাকা দিয়ে বাড়িতেই ছোট্ট একটি মুদিখানা দোকানের পাশাপাশি একটি সেলাই মেশিন কিনেছেন । দোকান চালানোর পাশাপাশি নিজেই সেলাইয়ের কাজ করেন ।
সনেকা বলেন, প্রত্যেকটা মেয়েরই হাতের কাজ শেখা দরকার । এতে পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বনির্ভর হতে সাহায্য করবে । কলকাতায় কন্যাশ্রী দিবস অনুষ্ঠানে ডাক পেয়ে আমি ও পরিবারের সদস্যরা খুব খুশি। সরকারের তরফে কন্যাশ্রী অনুষ্ঠানে সনেকার ডাক পাওয়ায় অন্য ছাত্রীদের যে অনুপ্রেরণা জোগাবে তাতে সন্দেহ নেই।