গ্যাংটক, ১৬ মার্চ: করোনার পরিস্থিতির উপর নজর রাখতে এবং যাতে করোনা ভাইরাস অন্যদের মাধ্যমে না ছড়ায় সেজন্য সিকিম সরকার সিদ্ধান্ত নিল পর্যটকদের গতিবিধি রোধ করতে। এর আগেই বিদেশি পর্যটকদের সিকিমে ঢোকা সাময়িক নিষিদ্ধ করে। এবার সমস্ত ধরনের পর্যটকরাই এর আওতায় এলেন। অর্থাৎ অন্য কোনও রাজ্য থেকেও কোনো যাত্রী, পর্যটক সিকিম যেতে পারবেন না। শুধুমাত্র সিকিমের বাসিন্দা ও লোকজন যাতায়াত করতে পারবেন। সিকিমের প্রধানমন্ত্রী প্রেম সিং তামাং (গোলে) বৈঠকের পর আজ এই সিদ্ধান্ত নিয়েছেন।আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা প্রাথমিক পর্যায়ে জারি থাকছে।