Home রাজ্য উত্তরবঙ্গ সন্ত্রাসের ঘটনায় শিরোনামে থাকা দিনহাটায় বিরল দৃশ্য

সন্ত্রাসের ঘটনায় শিরোনামে থাকা দিনহাটায় বিরল দৃশ্য

কোচবিহার, ১০ জুলাই: গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে যখন একের পর এক অশান্তির ঘটনা ঘটেছে, রক্ত ঝরেছে, আর সেই সন্ত্রাসের ঘটনায় বারবার উঠে আসে কোচবিহারের দিনহাটার নাম। একাধিক খুন, জখম, রাজনৈতিক সংঘর্ষ, গোলাগুলি ও বোমাবাজির ঘটনা দেখেছে দিনহাটার মানুষ। কিন্তু আজ এক বিরল ঘটনার সাক্ষী থাকলো দিনহাটা। আজ দিনহাটা ২ নম্বর ব্লকে ২৮ টি বুথে পুনঃনির্বাচনে হচ্ছে। তারমধ্যে ২৭৬ নম্বর বুথে পুনঃনির্বাচনে বিজেপি, তৃণমূল এবং সিপিএম প্রার্থীকে দেখা গেল একসঙ্গে আড্ডা দিতে। একে অপরকে পান খাওয়ালেন এবং নিজেদের খাবারও ভাগ করে খেলেন।

এই পঞ্চায়েত নির্বাচনে ২৭৬ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঊষারানি বর্মন, বিজেপির অনিতা দেবনাথ এবং সিপিএমের বাবলি পাল দেবনাথ প্রতিদ্বন্দ্বিতা করছেন। শনিবার ভোটের দিন ব্যাপক গন্ডগোল হওয়ায় আজ ওই বুথে পুনঃনির্বাচন হচ্ছে। তিন দলের ওই প্রার্থীরা বলেন, ভোট আসবে – ভোট যাবে, কিন্তু এলাকায় তাদের একসঙ্গে থাকতে হবে। তাই কোনরকম অশান্তি নয়। সেই জন্যই তারাও আজ একসাথে রয়েছেন। পঞ্চায়েত নির্বাচনের প্রচারের সময়ও তারা একসাথে ছিলেন। জনগণ যাকে চাইবে, সে-ই আগামী দিনে পঞ্চায়েত হিসেবে নির্বাচিত হবেন। তাদের অভিযোগ, শনিবার ভোটের দিন বাইরে থেকে একদল দৃষ্টি দিয়ে এসে তাদের বুথে গন্ডগোল পাকিয়েছিল। সেজন্য আজ পুনরায় নির্বাচন হচ্ছে।