সদ্যজাত ও শিশুদেরও ব্যাংকের একাউন্ট খোলার সুযোগ

শিলিগুড়ি ৩১ ডিসেম্বর: সদ্যোজাত শিশুদের জন্য নিয়ে এলো নতুন প্রকল্প উওরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ক। সদ্যোজাত শিশু থেকে শুরু করে সতেরো বছরের কিশোর কিশোরী প্রত্যেকের নিজের নামে এখন সহজেই ব্যাঙ্কের একাউন্ট খুলতে পারবে। গত শুক্রবার হাকিমপাড়া উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কের আঞ্চলিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয় এই ‘ গ্রামীণ শিশু ভাবিষ্যা ‘ প্রকল্পের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাঙ্কের চেয়ারম্যান জি এস বেদী। প্রদীপ জ্বালিয়ে ও কেক কেটে প্রকল্পের উদযাপন করেন তিনি। এদিন জনা ১৫ বাচ্চাদের হাতে পাসবুক তুলে দেওয়া হয়। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, মাত্র ১০০ টাকায় নিজের নামে খোলা যাবে ব্যাঙ্কের একাউন্ট। পাওয়া যাবে ৪% সুদের হার। থাকবে না এটিএম কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা। শিশুদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে এই একাউন্ট দাবি ব্যাংক কর্তৃপক্ষর।