এইচ.এন. ডেস্ক, ১৮ মার্চ: করোনার জের। রাজ্যের ষাটোর্ধ্ব বিধায়কদের নিউমোনিয়ার ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বের প্রায় প্রতিটি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। ক্রমশই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে হু ( WHO ) এবং বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা ভাইরাসে মৃতদের মধ্যে বয়ষ্কদের সংখ্যা বেশি। ভারতে যে তিন জনের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে। বয়স্কদের বিভিন্ন রোগের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই বয়স্কদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এ কারণে রাজ্যের ষাটোর্ধ্ব প্রত্যেক বিধায়কদের নিউমোনিয়ার ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।