Home রাজ্য উত্তরবঙ্গ শ্রমিক স্পেশাল ট্রেনের চেন টেনে নেমে পড়েন ৮ জন পরিযায়ী শ্রমিক

শ্রমিক স্পেশাল ট্রেনের চেন টেনে নেমে পড়েন ৮ জন পরিযায়ী শ্রমিক

রাজগঞ্জ, ২৩ মে: চলন্ত শ্রমিক স্পেশাল ট্রেনের চেন টেনে নেমে পড়লেন ৮ জন পরিযায়ী শ্রমিক । শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের হাঁসুয়াপাড়া এলাকায় । পরিযায়ী শ্রমিকদের বাড়ি উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলায় ।
শ্রমিকরা জানিয়েছেন, তারা হায়দ্রাবাদে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন । লকডাউনে কাজ বন্ধ হয়ে গেলেও তারা সেখানে প্রায় দুই মাস আটকে ছিলেন । হায়দ্রাবাদ থেকে অসমগামী শ্রমিক স্পেশাল ট্রেনে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন । শ্রমিকদের অভিযোগ, ট্রেনটি এনজেপি স্টেশনে পৌঁছালেও রেল পুলিশ তাদেরকে নামতে দেয়নি। ট্রেনটি অসমের উদ্দেশ্যে রওনা দেওয়া নিরুপায় হয়ে ট্রেনের চেন টেনে নেমে পড়েন এবং গ্রামের মধ্যে ঢুকে পড়েন । ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা তাদেরকে আটকে রাখেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ । শ্রমিকদের পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে বাড়ি পাঠানোর চেষ্টা করছে ।