রাজগঞ্জ, ২৭ মে: শ্রমিক ও করোনা যোদ্ধাদের বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার দাবি সহ কেন্দ্রের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে জয়েন্ট ফোরামের পক্ষ থেকে রাজগঞ্জ বিডিওকে স্মারকলিপি দেওয়া হয় ।
লকডাউনের জেরে স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের মজুরি, প্রতি শ্রমিক পরিবারকে ৩৫ কেজি চাল সহ রেশন কার্ড প্রতি অতিরিক্ত ৫ কেজি করে চাল দেওয়ার দাবি এবং বন্ধ ও রুগ্ন চা বাগান শ্রমিকদের আর্থিক অনুদান ৭৫০০ টাকা দেওয়ার দাবি করা হয় । এছাড়া কেন্দ্রের শ্রমিক বিরোধী নীতির বিরোধিতা করার পাশাপাশি বিনামূল্যে করোনা পরীক্ষা ও করোনা যোদ্ধাদের ৫০ লক্ষ টাকার বীমার দাবি করা হয় । উপস্থিত ছিলেন ইনটাকের জলপাইগুড়ি জেলার সভাপতি দেবব্রত নাগ, সিপিএম নেতা অমূল্য রায়, সিবিএমইউ নেতা জ্যোতি রঞ্জন রায়, এসইউসিআই নেতা নাসিরুদ্দিন আহমেদ প্রমুখ।