আলিপুরদুয়ার, ৮ জুন: প্রাতঃকৃত্য করতে বেরিয়ে হাতির আক্রমণে মৃত্যু হয় এক ব্যক্তির। ডুয়ার্স মাদারিহা টের ঘটনা। মৃত ব্যক্তির নাম রাতু ওরাওঁ (৫৫)। তার বাড়ি মাদারিহাটের উত্তর ছেকামারিতে।
জানা গিয়েছে, সোমবার ভোরে ওই ব্যক্তি বাড়ির পাশে এক ব্যক্তির গাছ বাগানে শৌচকর্ম করতে গিয়েছিলেন। সে সময় একটি দাঁতাল হাতি আক্রমণ করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় মাদারিহাট থানার পুলিশ।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, রাতুবাবুর
একমাত্র ছেলে কেরলে থাকে। রাতুবাবুর রোজগারেই সংসার চলত। দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় প্রায় প্রতি রাতে হাতি হানা দেয়। আতঙ্কের মধ্যে বসবাস করছেন বাসিন্দারা। তারা বনকর্মীদের টহল আরও জোরদার করার দাবি তুলেছেন।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, মৃতের পরিবারকে বনদপ্তরের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।