ঢাকা, ১২ এপ্রিল: প্রায় ৪৫ বছর পর বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর করা হল। শনিবার রাত ১২টা ১ মিনিটে ঢাকার কেরানীগঞ্জে তার ফাঁসি কার্যকর করা হয়।
জানা গিয়েছে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হয় বাংলাদেশের প্রতিষ্ঠা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে। তবে তাঁর দুই কন্যা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। এই ঘটনার পর সারা দেশ উত্তাল হয়ে ওঠে। আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হলেও নানান কারণে দীর্ঘসূত্রতা তৈরি হয়।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিচারের পথ খোলে। ২০০৯ সালের নভেম্বরে সর্বোচ্চ আদালত থেকে ১১জনের ফাঁসির রায় দেওয়া হয়। ওই সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদ বিদেশে পালিয়ে যায়। আগেই ৫ জনকে ফাঁসি দেওয়া হলেও আরও ৫ জন এখনও পলাতক।
সূত্রের খবর, গত ৭ এপ্রিল ঢাকার একটি এলাকা থেকে আব্দুল মাজেদকে (৭২) গ্রেফতার করে পুলিশ।
আব্দুল মাজেদ গত ২০ থেকে ২২ বছর ধরে ভারতে আত্মগোপনে ছিলেন। তবে সুনির্দিষ্টভাবে তিনি কোনো জায়গার নাম উল্লেখ করেননি। আব্দুল মাজেদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করলেও তাও খারিজ হয়ে যায়। এদিন তার ফাঁসি কার্যকর করা হয়।