Home জীবন যাপন শৃংখলাবদ্ধ জঙ্গল লাগোয়া বস্তির শিশুরা

শৃংখলাবদ্ধ জঙ্গল লাগোয়া বস্তির শিশুরা

খাদ্য সামগ্রী নিয়ে গরুমারার কাছে জঙ্গল লাগোয়া বনবস্তিতে গিয়েছিল রাইটওয়ে ফাউন্ডেশন। তারা সেখানে গিয়ে বস্তির শিশুদের শৃংখলাবদ্ধ হওয়া দেখল। এভাবেই সারি সারি দাঁড়িয়ে শারীরিক দূরত্ব বজায় রেখে শিশুর খাদ্য সামগ্রী নিল। ছিল না তাড়াহুড়ো। করোনার পরিস্থিতিতে লকডাউন, আর এই লকডাউন নিয়ে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখার যে বিধি, এরাও তা জানে এবং মানে।