শিলিগুড়ি, ২৪ ডিসেম্বর: খেলার মাঠে পর্যটনমন্ত্রী। মাঠে নামলেন তিনি। ক্রিকেটও খেললেন গৌতম দেব। আজ মঙ্গলবার বাবলাতলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন হল শিলিগুড়ির কলেজ ময়দানে। মোট বারোটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। এরমধ্যে শিলিগুড়ির বাঘাযতীন, অগ্রগামী, সুব্রত সংঘ রয়েছে। সকাল সাড়ে নটায় এই টুর্নামেন্টের উদ্ধোধন করেন পর্যটনমন্ত্রী। তিনি নিজে বেলুন উড়িয়ে সূচনা করেন এই টুর্নামেন্টের। তার ফাঁকে মাঠে নামেন। ব্যাট হাতে তুকে নেন। পরে তিনি মঞ্চে বসে অনেকখন খেলা দেখেন। পরে উদ্যেক্তরা জানান এবারে ৫ জন দু:স্থ ক্রিকেটারকে সহায়তা করা হবে। এবং দুটি ক্লাবকে খেলার সরঞ্জাম বিতরন করা হবে।