এইচ.এন.ডেস্ক: অমিতাভ বচ্চনের বয়স ৮০ বছর পেরিয়ে গেলেও তিনি এখনো সিনেমায় অভিনয় করে চলেছেন। তিনি শুধু অভিনেতা নয়, প্রযোজক, উপস্থাপক এবং বর্তমানে তিনি একজন রাজনীতিবিদ। সেই সিনেমার শুটিং করতে গিয়েই আহত হয়েছেন বিগ বি।।হায়দরাবাদে সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন। নাগ আশ্বিন পরিচালিত সিনেমা ‘প্রজেক্ট কে’র অ্যাকশন দৃশ্যে কাজ করতে গিয়ে আহত হন বলিউডের শাহেনশা।
পাঁজরে আঘাত পাওয়ার কারণে শুটিং সেট ত্যাগ করেন। হায়দরাবাদের এআইজি হাসপাতালে চিকিৎসককে দেখানো হলে তাঁর সিটি স্ক্যান করানো হয়। তারপর তিনি বাড়ি ফিরে যান।
ব্লগ পোস্টে অমিতাভ বচ্চন বলেছেন, ‘হায়দরাবাদে প্রজেক্ট কে সিনেমার শুটিংয়ের একটি অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় আহত হয়েছি। ডান পাঁজরে আঘাত পেয়েছি। তাই শুটিং বাতিল করেছি। চিকিৎসককে দেখিয়ে সিটি স্ক্যান করা হয়েছে। স্ট্র্যাপিং করা হয়েছে, হাঁটতে ও নিশ্বাস নেওয়ার সময় ব্যথা অনুভব হচ্ছে।