শীতে আমেজ দিতে শুরু হচ্ছে বাবলাতলা ক্রিকেট টুর্নামেন্ট

শিলিগুড়ি, ২৩ ডিসেম্বরঃ শিলিগুড়িতে শীতে উষ্ণতা দিতে এবারও বাবলাতলা ক্রিকেট অ্যাকাডেমির পক্ষ থেকে আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ক্রিকেট টুর্নামেন্ট। শহরের সমস্ত পুরনো এবং নতুন ক্রিকেট খেলোয়ারদের সংস্থা হল বাবলাতলা ক্রিকেট অ্যাকাডেমি। এই বছর ৩০ তম বর্ষে পা দিল এই বাবলাতলা ক্রিকেট টুর্নামেন্ট। সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টে মোট ৬ টি টিম অংশগ্রহন করতে চলেছে। শিলিগুড়ি কলেজ মাঠে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়ি, কাটিহার, রায়গঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগি দল অংশগ্রহন করতে চলেছে। আগামী ৩১ শে ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বিজয়ী দল এক লক্ষ টাকা এবং রানার্স আপ দল পাবে পঞ্চাশ হাজার টাকা। এখন শুধু অপেক্ষা।