Home রাজ্য উত্তরবঙ্গ শীতের আমেজ দিতে শুরু হচ্ছে বেঙ্গল হিমালয়ান কার্নিভাল

শীতের আমেজ দিতে শুরু হচ্ছে বেঙ্গল হিমালয়ান কার্নিভাল

গিরিশ মজুমদার, শিলিগুড়ি, ২৮ জানুয়ারি: শীতের পাহাড়ে আমেজ দিতে ফেব্রুয়ারিতে বসছে কার্নিভাল। দার্জিলিং, কালিম্পং ও ডুয়ার্সের গাজলডোবায় হবে তিন দিনের এই কার্নিভাল। আয়োজক হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। এবার নতুন এই বেঙ্গল হিমালয়ান কার্নিভালকে উৎকর্ষ দিতে সহযোগিতা করছে পর্যটন দপ্তর। পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়েছে পাহাড়ের জিটিএ বোর্ড, বনবিভাগ ও সিআইআই।

আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই কার্নিভাল হবে তিন জায়গায়। উদ্বোধন হবে দার্জিলিংয়ের চৌরাস্তা ম্যাল থেকে। সেখানে একদিনের অনুষ্ঠানে পাহাড়ের কৃষ্টি সংস্কৃতি পর্যটকদের কাছে তুলে ধরার পাশাপাশি একাধিক স্টল থাকবে। পাহাড়ের ঐতিহাসিক নির্দশনের মডেল ও চিত্র থাকবে সেখানে। এছাড়া পাহাড়ে হবে হেরিটেজ ওয়াক। এবার আবার পাখিপ্রেমীদের জন্য গাজলডোবায় তিস্তার কোলে রয়েছে ছবি তোলার সুযোগ। নৌকাবিহারের সঙ্গে পাখিদের ছবি তোলার এই আয়োজনের নাম বার্ড ম্যারাথন। ৭ ফেব্রুয়ারি কার্নিভালের শেষ দিনে এই আয়োজন। অংশগ্রহণকারীরা পাখির ভালো ছবি তুললে মিলবে সেরা পুরস্কার। সোমবার এই কার্নিভাল নিয়ে উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন পর্যটমন্ত্রী গৌতম দেব।

বরাবরই শীতের সময় পাহাড় ও ডুয়ার্সে উৎসব চলে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে ১ ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে উত্তরবঙ্গ উৎসব। সেই উৎসবের মাঝেই ভিন্ন আঙ্গিকে হচ্ছে বেঙ্গল হিমালয়ান কার্নিভাল। পর্যটন দপ্তরের সহযোগিতায় এই উৎসব সাজাচ্ছে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। ৫ ফেব্রুয়ারি দার্জিলিংয়ের চৌরাস্তা ম্যালে সকাল সাড়ে ১০টায় উদ্বোধন হবে। পাহাড়ের লোকসংস্কৃতিকে মাথায় রেখে হলেও পর্যটকদের কথা ভেবে সেখানে অনেকগুলো স্টল থাকবে। হিমালয়ান মাউন্টিয়ারিং, হোমস্টে, পর্যটনদপ্তর, জিটিএ–র স্টল থাকবে। বিকেল ৫ টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। দ্বিতীয় দিনে ৬ ফেব্রুয়ারি কালিম্পংয়ের ডেলোতে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠান শুরু হবে। একইভাবেই সাজবে এখানকার অনুষ্ঠান। দুটি ক্ষেত্রেই সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রদর্শনীতে ঐতিহাসিক ভবনগুলি তুলে ধরা হবে। ফটোগ্রাফির উপরে আয়োজন থাকবে। ৭ ফেব্রুয়ারি গাজলডোবায় বাইকার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ওই বার্ড ওয়াচিং ও সাংস্কৃতির অনুষ্ঠান দিয়ে সমাপ্তি। পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, করোনাকালে গৃহবন্দি দশা থেকে বের হয়ে একটু বিনোদন মিলবে এই কার্নিভালে।