Home রাজ্য উত্তরবঙ্গ শিশু ও মহিলা সহ হেটেই বাড়ি ফিরছেন পরিযায়ী শ্রমিকরা

শিশু ও মহিলা সহ হেটেই বাড়ি ফিরছেন পরিযায়ী শ্রমিকরা

রাজগঞ্জ, ৭ মেঃ করোনা মানুষকে অনেক কিছু শিখিয়েছে। লকডাউন বাধ্য করেছে অনেক কিছুই করতে। তেমনই বর্ধমান থেকে অসম এবং বিহার থেকে কোচবিহারে পায়ে হেঁটে যাচ্ছেন ৭০ জন পরিযায়ী শ্রমিক । তাদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু । দীর্ঘ পথের ক্লান্তিতে অসুস্থ হয়ে পড়েছে অনেকে।
শ্রমিকদের পক্ষ থেকে কৃষ্ণ বর্মন জানিয়েছেন, প্রায় ছয় মাস আগে কোচবিহারের সিতাই থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে বিহার সীমান্তে ইটভাটার কাজে গিয়েছিলেন । কিন্তু লকডাউন শুরু হওয়ায় কাজ বন্ধ হয়ে যায় । ধীরে ধীরে ইটভাটার মালিকও খাবার দেওয়া বন্ধ করে দেন । বেশ কিছুদিন থেকে তাদের অনেক কষ্টে দিন কাটছে । তাই নিরুপায় হয়ে তারা স্বপরিবারে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন । দীর্ঘ পথ হাটার ক্লান্তি ও না খেতে পেয়ে কয়েক জন মহিলা ও শিশু অসুস্থ হয়ে পড়ে । এছাড়া বর্ধমান থেকে পাঁচ জন শ্রমিক হেটে রওনা হয়েছেন অসমের উদ্দেশ্যে । বৃহস্পতিবার শিলিগুড়ির কাছে ফুলবাড়িতে ওই পরিযায়ী শ্রমিকরা পৌছালে সাহায্যের হাত বাড়িয়ে দেয় শিলিগুড়ি জার্নালিষ্ট ক্লাব, নিউ জলপাইগুড়ি থানা এবং এলাকার যুব তৃণমূলের সদস্যরা । শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী ও ওষুধ দেওয়া হয় । ফাঁসিরদেওয়াতেও খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেছে ন কিছু যুবক। ফুলবাড়িতে কিছু সময় বিশ্রাম নেওয়ার পর ফের হাঁটা শুরু করলেন শ্রমিকরা।