Home রাজ্য দক্ষিণবঙ্গ শিশুকে উল্টো করে ঝুলিয়ে মারধোর করেন বাবা

শিশুকে উল্টো করে ঝুলিয়ে মারধোর করেন বাবা

উত্তর ২৪ পরগনার: টাকা চুরির সন্দেহে নিজের ছেলেকেই ব্যাপক মারধর করেন বাবা। উত্তর ২৪ পরগনার গোপালনগরের ঘটনা। বাবার কীর্তি দেখে চমকে ওঠেন প্রতিবেশীরা। খবর পৌঁছায় পুলিশের কাছে। অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার গোপালনগরের বাসিন্দা বিশ্বজিৎ সরকার নিজের ছেলেকেই টাকা চুরির সন্দেহে উল্টো করে ঝুলিয়ে দেন। ১১ বছরের শিশুর চিৎকার শুনে এগিয়ে আসেন প্রতিবেশীরা। ওই দৃশ্য দেখে তারা চমকে ওঠেন। শেষে প্রতিবেশীরাই পুলিশের খবর দেন। একজন বাবা তাঁর সন্তানের প্রতি এহেন অমানবিক আচরণ কেউই মেনে নিতে পারছেন না। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশীরা। অভিযুক্ত বিশ্বজিৎ সরকারকে পুলিশ গ্রেপ্তার করে।