Home Top News শিলিগুড়ি হয়ে তক্ষকটি চিনে পাচার করার সময় ধরা হয়

শিলিগুড়ি হয়ে তক্ষকটি চিনে পাচার করার সময় ধরা হয়

শিলিগুড়ি, ৮ মার্চ: চীনে প্রচার করার কথা ছিল। রুট ছিল শিলিগুড়ি হয়ে নেপাল। প্রাথমিকভাবে ঠিক হয়ে গিয়েছিল।  দরদামও ঠিক হয়েছিল। শেষে ভুটান থেকে নিয়ে আসা তক্ষক শিলিগুড়ি হয়ে যাওয়ার পথেই ধরা পড়ে গেল বন কর্মীদের হাতে। সমস্ত পরিকল্পনা ভেস্তে গেল চোরাকারবারিদের। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হল। তাদের থেকে একটি বিরল প্রজাতির তক্ষক এবং হরিণের সিং উদ্ধার করা হয়েছে।


 মঙ্গলবার সকালে একটি বাসে করে এগুলো খুব কৌশলে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানতে পারে। নৌকা ঘাট এলাকায় নির্দিষ্ট বাসটি যেতেই দাঁড় করায় বন কর্মীরা। এরপর তল্লাশি চালাতে থাকে। একসময় মিলে যায় সাফল্য এই বাসে লুকানো ছিল তক্ষক এবং হরিণের সিং টি। সন্দেহজনক তিন জনকে ধরে ফেলা হয়। তাদের নামিয়ে নিয়ে আসা হয় বাস থেকে।  প্রাথমিক জিজ্ঞাসায় তারা স্বীকার করে। অভিযানে নেতৃত্ব দেয় বৈকন্ঠপুর বনবিভাগের ডাবগ্রাম রেঞ্জ অফিসে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে তারা জানায় পাচারের ইতিবৃত্ত। বনদপ্তর সূত্রে জানা গেছে যে ধৃতরা হল আজিবুল হক, সৌভিক দাম বিষ্ণু বর্মন। এই তিনজনের মধ্যে দুজনের বাড়ি কোচবিহার জেলায় এবং একজন আলিপুরদুয়ারের। তারাই চোরা কারবারে দীর্ঘদিন যুক্ত বলে জানিয়েছে। এবার তারা মোটা কারবারের তক্ষক প্রচারের চেষ্টা চালায়। আন্তর্জাতিক চোরা বাজারের এই তক্ষকের দাম বহু লক্ষ টাকা। সেজন্যই পাচারের চেষ্টা চালায়চীন পর্যন্ত নিতে। কিন্তু সেই চেষ্টাও সফলতা পেল না। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তারা জানিয়েছে ভুটান থেকেই নিয়ে আসা হয়েছে। এবার তাদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করবে। এই চক্রে আর করা যুক্ত এবং এর আগে পাচার করেছে কিনা সেটাও জানতে চাইবে বনবিভাগ।