Home রাজ্য উত্তরবঙ্গ শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের

শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের

শিলিগুড়ি, ১৮ এপ্রিল : সোশ্যাল মিডিয়ায় পোস্টে তপসিলি জাতিভুক্ত রাজবংশী জাতি ও রাজবংশী কামতাপুরী ভাষা নিয়ে হিংসাত্মক ও জাতি বিদ্বেষমূলক মন্তব্য প্রকাশ করার অভিযোগ উঠল। শিলিগুড়ির ঘোগোমালীর বাসিন্দা গোপাল সরকার নামে এক যুবকের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানানো হয়।
তাতে অভিযোগ করা হয়, রাজবংশী কামতাপুরী ভাষাভাষীদের প্রকাশ্যে ধরে পেটানোর হুমকি দেয় ওই যুবক। এনিয়েই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ছড়ায়।মন্তব্যকারী ওই যুবকের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠেন রাজবংশী কামতাপুরী ও অন্যান্য ভাষাদরদী সচেতন মানুষেরা।
এই ঘটনার সূত্র ধরেই শনিবার রাজবংশী জাতি নিয়ে কুরুচিকর মন্তব্য ও জাতিহিংসায় ইন্ধন জোগানোর অভিযোগ তুলে কামতা কালচারাল সোসাইটির তরফ থেকে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন সংস্থার সদস্যরা। সংস্থার তরফে সঞ্জীত রায় ও অনুপ রায় জানিয়েছেন, ‘বিভেদমূলক হিংসা ছড়ানোর চেষ্টাকারী গোপাল সরকারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখছি আমরা।’