Home Top News শিলিগুড়ি কলেজে ভর্তি হতে চেয়ে আবেদন করেছে সিনচেন, ডোরেমন!

শিলিগুড়ি কলেজে ভর্তি হতে চেয়ে আবেদন করেছে সিনচেন, ডোরেমন!

শিলিগুড়ি, ৩০ আগস্ট: কলেজে ভর্তির মেধা তালিকায় এবার নাম উঠল সিনচেন আর ডোরেমন। শুনতে অবাক লাগলেও শিলিগুড়ি কলেজে এই দুই কার্টুন চরিত্র ভর্তির জন্য আবেদন করেছে। আর রীতিমতো তাদের নাম উঠেগেছে মেধা তালিকার শীর্ষে। এর আগে এই রাজ্যের দুই কলেজে মেধা তালিকায় সানি লিওনের নাম ওঠে। এবার এই দুই জনপ্ৰিয় কার্টুন চরিত্রের নাম উঠায় শুরু হয়েছে হইচই। অনেকেই বলছেন, ডোরেমন আর সিনচেনের দেখা মিলবে শিলিগুড়ি কলেজে! যদিও কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও আবেদনকারী মজা করে এই দুই নাম দিয়েছে। তাই নাম উঠেছে। এদের আদৌ অস্তিত্ব নেই।
আশুতোষ কলেজ ও এরপর বজবজের একটি কলেজে মেধা তালিকায় নাম ওঠে সানি লিওনের। এনিয়ে জল্পনার মধ্য অবাক করে দিয়ে হাঙ্গামা চ্যানেলের ৫ বছরের সেই বুদ্ধিমান ও মজার শিশু সিনচেন কলেজে ভর্তির জন্য আবেদন করে। বিএসসি জেনারেল, বিসিএ, কম্পিউটার সায়েন্স ও ফিজিক্স, এর মেধা তালিকায় একদম শীর্ষে তার নামটি জ্বলজ্বল করে রয়েছে।
কলেজে ভর্তির মেধা তালিকা প্রকাশিত হয়েছে ২৮ আগস্ট রাত ১২ টার পর। আবেদনকারী পড়ুয়ারা নিজেদের নাম উঠছে কিনা তা দেখতেই সবার আগে চোখে পড়ে সিনচেন নোহারার নাম। মেধা তালিকায় চোখ বুলাতেই বিস্মিত। ১১২২১ হল আবেদন নম্বর। তার আবেদনে এক জায়গায় বাবার নাম ডোরেমন নোহারা বলেও উল্লেখ করেছে।
মেধা তালিকায় এমন নাম ওঠা নিয়ে সানি লিওনে নিজেও রসিকতা করে টুইট করেন, ‘কলেজের পরবর্তী সেমিস্টারে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে কেমন! আশা করি ক্লাসে সকলেই থাকবে।’
কিন্তু সিনচেন, ডোরেমনের নাম ওঠা এই দুই কার্টুন চরিত্রের মতামত পাওয়া যায়নি।
কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অভিজিৎ ব্যানার্জী চাঁদ বলেন, এমন ঘটনা কেন হল, আমরা খোঁজ নিচ্ছি। তবে কলেজ কর্তৃপক্ষের দাবি, “কেউ রসিকতা করতেই তথ্য বিকৃত করে এই ঘটনা ঘটিয়েছে। আর যান্ত্রিক কিংবা টেকনিক্যাল গোলযোগের বিষয়টি সামনে আসাতে পরবর্তীতে কার্টুন চরিত্রের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে।

©গিরিশ মজুমদার