শিলিগুড়ি, ২৮ নভেম্বর: জন্মের পর থেকে বাবা মা থেকে সব কিছু আশ্রম। এখানেই বেড়ে ওঠা, বড় হয়ে ওঠা। পৃথিবীটা কেমন ওর আর দেখা হয়ে ওঠেনি।কিন্তু অনুভূতিতে অনেক কিছুই দেখেছে আশ্রমের দৃষ্টিহীন মেয়েটি। সেই রাখি সাহার সামনে বিয়ে। আগামী ৩০ নভেম্বর শিলিগুড়ির চয়নপাড়াতে বিয়ের অনুষ্ঠান। এখানে উত্তরবঙ্গ অনাথ আশ্রমই রাখির ঠিকানা। রীতিমত কার্ড ছাপিয়ে, প্যান্ডেল করে প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে। নিমন্ত্রিত বহু। বিভিন্ন পেশার, বিভিন্ন শ্রেণীর মানুষ আমন্ত্রিত। যার কিছু না থেকেও সব আছে।
পাত্র দমদমের চিড়িয়ামোড়ের সাধন পালের ছোট ছেলে শঙ্কর। ধুপকাঠির ব্যবসা শঙ্করের যুক্ত রয়েছে থিয়েটার অপেরার সঙ্গেও। ওর সঙ্গেই বিয়ে হচ্ছে শিলিগুড়ির চনপাড়াস্থিত উত্তরবঙ্গ অনাথ আশ্রমের রাখির। আশ্রমের পিতা সমর মল্লিক ও মাতা উমা মল্লিক ঘটা করেই রাখির বিয়ে দিচ্ছেন। এক আত্মীয়র সম্পর্কের মাধ্যমে দমদমের শঙ্করের সঙ্গে পরিচয় হয়।তারপরে কথাবার্তা চলে। পাকা হয়ে যায় বিয়ে। দিন তারিখ ঠিক করে ধুমধাম করে আয়োজন করা হচ্ছে সেই বিয়ের। দুজনই পৃথিবীর আলো কখনও দেখে উঠতে পারেনি। কিন্তু মনের আলোয় এক হতে চলছে তাদের দুজোড়া হাত।