শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডের ঝংকারে থাকেন রিয়া চন্দ। বাবা কাজল চন্দ শিলিগুড়ি পুর নিগমের প্রাক্তন কাউন্সিলর ছিলেন। বাবা প্রয়াত হওয়ার পর গানের অনুশীলনে ভাটা পড়েছিল রিয়ার। কিন্তু বাবার স্বপ্ন ছিল ভালো শিল্পী হবে মেয়ে। বাবার মৃত্যুর পর কাজে ঢুকে যায় রিয়া। পর্যটন দপ্তরে কাজ করেন। তারই ফাঁকে বাবার সেই স্বপ্ন পূরণে আবার গানের জগতে এলেন রিয়া। ইতিমধ্যে একটি গান রেকর্ড করে ফেলেছেন। নামছেন আরো কিছু গান নিয়ে।
https://we.tl/t-b399CKJrce