শিলিগুড়ি, ২৭ ডিসেম্বর: বাজার করতে গিয়েছিলেন শিলিগুড়ির এই গর্ব। আর সেখানেই তাকে পেয়ে পুরষ্কৃত করলো সিটি সেন্টার কর্তৃপক্ষ। আচমকা এমন সংবর্ধনা পেয়ে ধন্যবাদ জানালেন ভারতীয় ক্রিকেটের এক নম্বর উইকেটরক্ষক। আজ শুক্রবার স্ত্রীকে নিয়ে মাটিগাড়ার সিটি সেন্টারে গিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। কিছু মার্কেটিং করবেন তাই। ঋদ্ধি এসেছে এই খবর পেয়েই আর দেরী করেননি সিটি সেন্টার কর্তৃপক্ষ। আজ তারা সম্বর্ধনা জানালেন ঋদ্ধিকে। ছিলেন আশোক চৌধুরী, বেদব্রত সেন, অমিত ঘোষ সহ অনেকে।
এদিন তুলে দেন ফুলের তোড়া। ঋদ্বি জানালেন, আমি শিলিগুড়িতে আসলেই এখানে শপিং করতে আসি। যাই হোক ভাল লাগল আমার আমাকে এত লোক ভালবাসেন দেখতে পেয়ে। এদিন শেষে ঋদ্ধি বাজার করে ফিরে।