Home রাজ্য উত্তরবঙ্গ শিলিগুড়ির বাসিন্দা এই পুলিশকর্মী

শিলিগুড়ির বাসিন্দা এই পুলিশকর্মী

শিলিগুড়ি, ১৫ এপ্রিল: করোনা মোকাবিলায় সহায়তার হাত বাড়িয়ে দিলেন পুলিশকর্মী বিকাশ সরকার। শিলিগুড়ির তিনবাত্তি সংলগ্ন সুকান্তপল্লী বলাকা মোড়ের বাসিনা এই পুলিশকর্মী ওর আগেও এভাবে সহায়তার হাত বাড়িয়েছেন। এবার দেশ রাজ্য তথা বিশ্বের কঠিন পরিস্থিতিতে এগিয়ে এলেন। এই রাজ্যের করোনা আক্রান্ত পরিসেবা কিংবা সহায়তার জন্য। জানামতে, উত্তরবঙ্গে প্রথম পুলিশ অফিসার হিসেবে নিজের বেতন থেকে মূখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বেতনের ২৫ শতাংশ দিয়ে দিলেন। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনারেটের মাধ্যমে চিঠি লিখে তা জানান।