রানিডাঙ্গা, ৭ এপ্রিল: লকডাউন মানার বালাই নেই।নেই সামাজিক দূরত্ব বজায় রাখার ভাবনা। শিলিগুড়ির কাছে রানিডাঙ্গা বাজারে এভাবেই চলে কেনাকাটা। একদিন নয়, প্রতিদিন। এর আগে পুলিশ প্রশাসন থেকে বারবার জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কানে তোলেনি কেউ। ব্যবসায়ী থেকে ক্রেতা কারো যেন হুঁশ নেই। রীতিমতো গাদাগাদি করে ভিড় করে চলছে কেনাকাটা, বিক্রি বাটা। গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে হাটে এসে সচেতন করে দিয়ে যাওয়া হয়। বার্তা দেওয়া হয় দূরত্ব বজায় রেখে বিক্রি করতে। যে কারণে রানিডাঙ্গা হাট নিয়ে আসা হয় খোলা জায়গায়। রাস্তার উপরে। সেখানে একইভাবে গাদাগাদি করেই চলছে বিক্রি বাটা! এই পরিস্থিতিতে স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবী করছেন।