Home রাজ্য উত্তরবঙ্গ শিলিগুড়িতে ২ কোটি টাকার সোনা নিয়ে ধরা পড়ল বাবা ও ছেলে

শিলিগুড়িতে ২ কোটি টাকার সোনা নিয়ে ধরা পড়ল বাবা ও ছেলে

শিলিগুড়ি, ২৩ নভেম্বর: শিলিগুড়িতে এবার ধরা পড়ল ২ কোটি টাকার সোনা। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই জনকে। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর বিশেষ অভিযান চালিয়ে সোনা পাচারকারীদের গ্রেফতার করে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ সোনা। জানা গেছে, কদিন আগেই কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর দার্জিলিং মোড় এলাকা থেকে একটি ছোট গাড়ির তলা থেকে উদ্ধার করেছিল প্রচুর পরিমাণে সোনা। মায়ানমার থেকে সে সময়ে সেই সোনা পশ্চিমবঙ্গের এসেছিল এরপর শিলিগুড়ি হয়ে অন্যত্র পাচারের উদ্দেশ্য ছিল। গাড়ির এক্সেলের ভিতরে ওই সোনা ছিল। সেবার উদ্ধার হওয়া সোনার মূল্য ছিল ১০ কোটি টাকা। এবার উদ্ধার করা হল আরো দুই কোটি টাকার সোনা। ৫ টি বাট পাওয়া যায় তাদের থেকে। একেকটা ১ কেজি করে ওজন। এই সোনা পাচারে কাণ্ডে গ্রেফতার হওয়া দুজন হলো হল বাবা ও ছেলে। নাম শ্যাম সেওয়া ও ছেলের নাম বিক্কি সেওয়া। তাদের বাড়ি ভুটান সীমান্ত এলাকায়। জয়গার ভানুভক্ত টোলার নিউমার্কেট এলাকায়। রবিবার তাদেরকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। পুলিশ জানতে চেষ্টা করছে কিভাবে এই সোনা পাচার করা হচ্ছে এবং কোথায় নিয়ে যাচ্ছে সে বিষয়ে। বেশ কিছু গোপন তথ্য পেয়েছে গোয়েন্দারা।