Home Trending Now শিলিগুড়িতে ১৪ কোটি টাকার লোন জালিয়াতিতে এবার গ্রেপ্তার

শিলিগুড়িতে ১৪ কোটি টাকার লোন জালিয়াতিতে এবার গ্রেপ্তার

শিলিগুড়ি, ৩১ ডিসেম্বর: শিলিগুড়িতে এবার গোয়েন্দাদের জালে এক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। শিলিগুড়ির সেবক মোড়ে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে লোন জালিয়াতির ঘটনায় চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে গ্রেপ্তার করল গোয়েন্দা দফতর। রবিবার তাকে শিলিগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড হাকিমপাড়া থেকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তির নাম আশিষ রঞ্জন বিশ্বাস। সোমবার তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো কিছু তথ্য জানার জন্য ১০ দিনের রিমান্ড চায় গোয়েন্দা পুলিশ। বিচারক তার ৮ দিনের রিমান্ড দেন। আগামী ৭ জানুয়ারি তাকে ফের আদালতে তোলা হবে।
◆শিলিগুড়ির সেবক রোডের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে ২০১৮ সালের ডিসেম্বর মাসে ১৪কোটি টাকার লোন জালিয়াতির ঘটনা ঘটে। শিলিগুড়ির কিছু ব্যবসায়ী কয়েকমাস ইএমআই দিয়ে বন্ধ করে দেয়। তখন ব্যাঙ্কের তরফ থেকে ব্যবসায়ীদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে গেলে দেখে তা জাল। এরপর বিষয়টি নিয়ে শিলিগুড়ির গোয়েন্দা দফতর তদন্ত করে ইতিমধ্যে ব্যাঙ্কের ম্যানেজার সহ শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশানের সদস্য আইনজীবী সহ বেশ কয়েকজনকে গগ্রেপ্তার করেছে। রবিবার ব্যাঙ্কে লোন জালিয়াতির সাথে যুক্ত থাকার অভিযোগে এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা সুত্রে জানা গেছে ধৃত ব্যক্তি ব্যাঙ্কে লোন পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত অডিট, ব্যালেন্স সীট, আইটি রিটার্ন, ভ্যাট প্রফাইল বানিয়েছিলেন সমস্তটাই জাল। তাই অভিযুক্তর বিরুদ্ধে ৪২০, ৪৬৮, ৪৭১ সহ বেশ কয়েকটি ধারায় মামলা শুরু হয়। তিনি ৪৫ লক্ষ টাকার রিপোর্ট বানিয়েছিলেন। যদিও অভিযুক্তের পক্ষের আইনজীবী তপেশ ভট্টাচার্য বলেন, “আমার মক্কেল ব্যবসায়ীদের দেওয়া রিপোর্ট অনুযায়ী অডিট বানিয়েছিলেন মাত্র। সেগুলো দেখার দায়িত্ব ছিল ব্যাঙ্ক ম্যানেজারের। তিনি ব্যাঙ্কের লোন জালিয়াতির ঘটনায় যুক্ত নন। এছাড়া তাকে জিজ্ঞাসাবাদের সময় আইনজীবীর উপস্থিতির আবেদন জানানো হয়েছিল। যাতে পুলিশ চাপ দিয়ে কোনো বক্তব্য নিতে না পারে। বিচারক তা মঞ্জুর করেছেন।” এদিকে শিলিগুড়িতে এত বড় ব্যাংক জালিয়াতির কাণ্ডে তাজ্জব অন্যান্য গ্রাহকরাও। ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সজাগ।